• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

নারীময়, তবুও অপর নারী...

প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৯:৩৭ পিএম

নারীময়, তবুও অপর নারী...

সালেম সুলেরী

এতো কিছু আছে তবু 
মনে হয় কতো কিছু নেই, 
নারীময়, তবুও অপর নারী... তোমাদের পিছু নেই।
মানুষের পাখিমন, ভেতরে ওড়ার পাখা,
পারিপার্শ্বের চারিধার, কেন খোঁজে শাখা ও প্রশাখা!

মানুষের গাছরূপ, শিকড়ে অনেক বাড়ে,
নরম মাটিকে পেয়ে হাত-পা বাড়াতে সে কি ছাড়ে? 
মানুষেরা বর্ধনশীল, হৃদয়টা ঠিক ততোধিক...
মানব-মানবী আহা প্রাণের প্রতিচ্ছবি,
প্রকৃতি দোষেই প্রেম পোষে একের অধিক!

মানুষ প্রণয়প্রেমী, চোখ খোঁজে আরও আরও চোখ,
নতুন সূর্য রোজ, নতুনত্ব বাহক। 
এই যে নতুন ভোর, নতুন বিহার
নতুনত্বে না হলে বিরাজিত মানুষেরা পাবে না কি হার? 

সবাই বিজয় চায়, জিতে নিতে চায় পর মন,
ক্ষয়রোধ জয় পেতে নিজেকে সাজায় অপূরণ। 
নিজেকে নতুন করে যেন জন্মতিথির প্রতিদিন,
মাধ্যাকর্ষণের মুখ, বাড়ায় দেহের দাবি, রতিঋণ। 

যে গাছে মুকুল নব, খোলে সম্ভাবনার দ্বার,
যে প্রেম জাদুতে অভিনব, ঐন্দ্রজালিকতা আর
রমণে গমন শেষে দমনেও ভালোবাসে প্রীত সংসার,
এমন আঙিনা হোক...  কনে... যার যার। বর... যার যার,
ঘর.. যার যার, নারী আর নর..  যার যার, 
বাড়ি আর হাড়ি.. যার যার, মারী আর নাড়ি.. যার যার!

সতত সুখের হোক নবনেশা-নবপণে তব-সংসার। 
নারী হোক সঙ্গীসমান, বধূ নয় শুধু গাছমধু,
নারী নয় শুধুমাত্রই বাহারি-আহার।

এফএ
আর্কাইভ