• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পুরুষ

প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৬:২৪ পিএম

পুরুষ

পদ্মা বোস

একটা মানুষ হাড়-মাংসে
কঠোর কঠিন শক্ত কাঁধে।
খুঁজলে সঠিক, হৃদয় পাবে।

একটা মানুষ শান্ত রূপে
গভীর রাতে কান্না ঢাকে,
আমরা তাদের পুরুষ বলি
পুরুষ পুরুষ গন্ধ থাকে।

যার কাঁধেতে আশ্রয় পায়
একটা ছাদ চারটা পেটের,
একটা মানুষ শখ বেঁচে
নিজের খিদে লুকিয়ে রাখে।

আমরা তাদের "বাবা" বলি
স্নেহ আদরে জড়িয়ে রাখে।

আরেক মানুষ খেলার সাথী
ঝগড়াঝাটির দিনের শেষে
ভাইয়ের নামে ভালোবেসে
রক্ষা করার শপথ নেয়।

কপাল ছুঁয়ে ফোঁটা হাতে
তার গায়েতেও খুঁজলে জানি
পুরুষ পুরুষ গন্ধ থাকে।
আরেক মানুষ মনের মতো
মনের কথা বলতে তাকে...

ভাবতে হয় না দুবার বেশি
"বন্ধু" সে যে লড়তে জানে,
তার গায়েতেও পুরুষ গন্ধ
বিপদে যে সঙ্গে থাকে।

আরেক পুরুষ "জীবন সাথী"
অনেক স্বপ্নে ঘর বাঁধে।
নুন ভাতেও সুখ এনে দেয়
চাঁদের আলো ফুটো ছাদে।

রাগ অভিমান প্রেম স্পর্শ,
স্বামীর পায়েও স্বর্গ থাকে।
আরেক পুরুষ হাতের লাঠি
পরম যত্নে আগলে রাখে

বৃদ্ধ হওয়ার সময়টুকু
যাদের যত্নে স্বস্তি আসে।
"সন্তান" সেই মায়ের পেটের
দুধের দামটা দেয় যে শেষে।

আমি, তাদের "পুরুষ" বলি,
পুরুষের আগে মানুষ যারা।
তাদেরই আমি "পুরুষ" বলি,
লিঙ্গ ভেদে যাদের গায়ে... 

ভরসা আর ভালোবাসার,
একটা
পুরুষ পুরুষ গন্ধ থাকে।

আর্কাইভ