তুমি একজন
তুমি দ্বাদ্শী দুপুর জোছনা তুমি ভোর বকুলের গন্ধ তুমি আকাশ নক্ষত্র দেয়ালি তুমি মিষ্টি বৃষ্টি ছন্দ।তুমি দূর নীলিমায় মেঘমালা তুমি ফাগুনে রাঙানো গগণ তুমি জোনাকি জলে নৃত্য তুমি মিষ্টি রোদে উদ্ভিদ বুনন ।তুমি বাবুই পাখি বুনতে জানোতুমি মেঠো পথের যাত্রী তুমি বিন্যাবতি হবে নীলে তুমি ফোঁটাবৈ তিমির রাত্রি।তুমি বড় হবে অনন্যা একজনতুমি সাগরের মতো বিশালতা তুমি চিরন্তন সবুজের বিশ্বজয় তুমি