লিড ধরে রাখতে পারলো না বাংলাদেশ, ১-১ এ শেষ প্রথমার্ধ
হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অনেকটা তচ্ছিল্যের সুরেই বলেছিলেন, ‘হামজা আমার দলের হলে তার জায়গা হতো বেঞ্চে!’হংকং কোচ কেন এমন কথা বলেছিলেন, তা তিনিই ভালো জানেন। বাংলাদেশ দলকে মানসিকভাবে দুর্বল করার জন্য নাকি সত্যি সত্যি তিনি হামজা চৌধুরীকে তেমন একটা গোনায় ধরেননি, ...